দিনাজপুরের নবাবগঞ্জে বৃহস্পতিবার ০৫(মে),আনুমানিক সময় বিকাল ২.৪৫ ঘটিকায় সেলিম হোসেন(১৮) নামক একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়।জানা যায়, তিনি নবাবগঞ্জ থানাধীন জগন্নাথপুর কলেজপাড়া গ্রামস্থ মৃত ময়েন উদ্দিন এর ছেলে। বর্তমান ঠিকানা বালুয়াডাঙ্গা দিনাজপুর পৌরসভা। স্থানীয়ভাবে জানা যায় যে, তিনি নবাবগঞ্জ থানাধীন মাহমুদপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে তার দুলাভাইয়ের মোটরসাইকেল চালিয়ে হেয়াতপুর বাজারের উদ্দেশ্যে আসার পথে মমিনমোড়ের সামনে সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রহিম বাদশার ইট ভাটার সামনে রাস্তার বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে সেলিম হোসেন গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয় উপস্থিত লোকজন আহত অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত আছে। যান চলাচল স্বাভাবিক আছে। নবাবগঞ্জ থানা পুলিশ মৃত ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক প্রাথমিক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।