ভূমিহীন সেলিম মীরের আয়ের একমাত্র অবলম্বন ও পরিবারের বসবাসের একমাত্র স্থান আগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মিভ‚ত হয়েছে। সবকিছু হারিয়ে পাগল প্রায় সেলিম মীর। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামে ঈদের দিনের আগের রাতে।
ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিন মীরের ছেলে ভূমিহীন সেলিম মীর জানান, স্ত্রী-পরিবার নিয়ে থাকার কোন জায়গা না থাকায় সরকারী রাস্তার পাশে একটি দোকান ঘর নির্মান করে সামনে ব্যবসা পরিচালনা ও দোকানের পিছনে বসবাস করে আসছিলেন। স্থানীয়দের কাছ থেকে ধারদেনা ও বিভিন্ন এনজিও থেকে টাকা উত্তোলন করে তিনি ব্যবসা পরিচালনা করে জিবিকা নির্বাহ করে আসছিলেন।
সলিম আরও জানান, গত ২ মে দিবাগত গভীর রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও থাকার একমাত্র স্থানটি সম্পূর্ণ ভস্মিভ‚ত হয়। এতে তার প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
#CBALO/আপন ইসলাম