‘চাই নিরাপদ কর্ম পরিবেশ’ সুস্থ শ্রমিক উন্নত দেশ’এই প্রাতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় ১৩৬তম মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে একটি বর্ণাঢ্য র্যালি আটঘরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আটঘরিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো: বুলবুল আহমেদ ফকির এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি বক্তব্য রাখেন ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন। আটঘরিয়া উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আইয়ুব আলীর পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মনিরুল উসলাম পলাশ, আটঘরিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, সহ-সভাপতি রাকিবুল ইসলাম, রুহুল আমিন, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম,অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল রশিদ, শ্রমিক লীগ নেতা জিয়াউল রহমান, মফিজুল ইসলাম, আনিসুর রহমান,শিমুল হোসেন, নুরুল ইসলাম সালাম, মনিরুল ইসলাম ফকির, হোসেন আলী,জলিল হোসেন প্রমূখ।
#CBALO/আপন ইসলাম