পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৭ এপ্রিল) উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্য্যালয় পাশে খাদ্য গুদাম চত্তরে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা—৩ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ লোকমান হোসেন এর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকী বিল্লাহ , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খাঁন, সহকারি কমিশনার (ভুমি) বিপাশা হোসাইন, ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া থানার ওসি মু. ফয়সাল বিন আহসান,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভপতি জাকির হোসেন ছবি,ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন, পার-ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হেদয়তুল হক, আষ্টমনিষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতানা জাহান বকুল, দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ, সাংগঠনিক সম্পাদক আজাদ খাঁন, ইবনুল হাসান শাকিল, পৌর আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক রানা,আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ উপন্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মহফিলে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওঃ জহুরুল ইসলাম।
#CBALO/আপন ইসলাম