ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে মুসুলী নামক স্থানে মঙ্গলবার মোটরসাইকেল আরোহি স্কুল ছাত্রকে অজ্ঞাতনামা পিকআপ ট্রাক চাপা দিলে মুসুলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র সজিব মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং অপর ১জন মারাত্মক আহত হয়েছে। নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ খান জানান, নিহতের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং গুরুতর আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছাত্রের পিতা অভিযোগ দায়েরের পর নিয়মিত মামলা নথিভূক্ত করা হবে।