পাবনার ভাঙ্গুড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের গৃহ ও ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরভাঙ্গুড়ায় নির্মিত আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর ও জমির দলিল ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খাঁনের সভাপতিত্বে ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপাশা হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুনসহ গণমাধ্যম কর্মী বিকাশ চন্দ্র চন্দ প্রমুখ।
#CBALO/আপন ইসলাম