রাশিয়ার চেচনিয়ার নেতা রমজান কাদিরভ মঙ্গলবার হুশিয়ারি দিয়েছেন, আল্লাহর সহায়তা নিয়ে আজই আমরা আজভস্টালের দখল নিব।
মারিউপোলে থাকা ইউক্রেনের সর্বশেষ সেনা ও মিলিশিয়া বাহিনী আজভ ব্রিগেডের সদস্যরা এই আজভস্টালের ভেতর আশ্রয় নিয়েছেন।
মারিউপোলের আজভস্টালে থাকা ইউক্রেনীয় সেনাদের স্থানীয় সময় মঙ্গলবার দুপুর পর্যন্ত আত্মসমর্পণ করার সময় বেঁধে দিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু এ সময়ের মধ্যে ইউক্রেনের বাহিনী আত্মসমর্পণ করেনি।
এর আগে শনিবার প্রথমবার আত্মসমর্পণ করার সুযোগ দিয়েছিল রাশিয়া।
ফলে দুইবার আত্মসমর্পণ করার সুযোগ দিলেও ইউক্রেনের সেনা ও আজভ ব্রিগেডের সদস্যরা তাদের অস্ত্র ফেলে দিয়ে রুশদের আনুগত্য মেনে নেয়নি।
এর কিছুক্ষণ পর এক অডিও বার্তায় রমজান কাদিরভ হুশিয়ারি দেন, আজই আজভস্টালের দখল নেব।
এদিকে রমজান কাদিরভ এমন ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই মারিউপোলের মেয়রের একজন উপদেষ্টা জানিয়েছেন, আজভস্টালে বোমা হামলা শুরু করেছে রাশিয়ার সেনারা।
পেত্রো আন্দ্রিয়ুশেনকো নামে ওই উপদেষ্টা আরও জানান, শুধু যে বোমা হামলা করছে তাই নয়। রুশ বাহিনী ট্যাংক ও কামান নিয়ে এসেছে আজভস্টালের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়া সর্বশেষ ইউক্রেনীয় সেনাদের নিশ্চিহ্ন করে দিতে।
তিনি আরও জানান মারিউপোলের জনবহুল এলাকাগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন
#CBALO/আপন ইসলাম