সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

পাকিস্তানে কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হবে, ভাগাভাগি চূড়ান্ত

চলনবিলের আলো আন্তর্জাতিক ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৯:২৮ অপরাহ্ণ

নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার এক সপ্তাহ পর কেন্দ্রীয় মন্ত্রিসভা ঘোষণা হতে চলেছে পাকিস্তানে। সোমবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নতুন মন্ত্রিসভা গঠন করবেন বলে আশা করা হচ্ছে। যদিও এ নিয়ে এখনও কিছুটা সমস্যা রয়ে গেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রধান সারির গণমাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়েছে,

অবশ্য মন্ত্রণালয়ের বণ্টন নিয়ে ‘মতবিরোধের’ কারণে জমিয়তে উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) সরকারের অংশ হিসেবে থাকবে কি না সেটি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

এদিকে মন্ত্রিসভা গঠন নিয়ে জোটভুক্ত দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রোববার তিনি বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) এবং বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) প্রতিনিধিদের সাথে বৈঠক করেন।

অন্যদিকে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি মন্ত্রিত্ব বণ্টনের বিষয়ে জোটভুক্ত দলগুলোর সাথে তার প্রতিশ্রুতি পূরণ করার অঙ্গীকার করেছেন।

দ্য ডন বলছে, পাকিস্তানের নতুন তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন মরিয়ম আওরঙ্গজেব। রোববার তিনি জানান, ‘কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা সোমবার শপথ নেবেন।’

তিনি আরও জানান, নতুন মন্ত্রিসভায় পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ১৪টি মন্ত্রণালয় পাবে। আর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পাবে ১১টি মন্ত্রণালয়। তিনি দাবি করেন, জেইউআই-এফ এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম)-সহ জোটভুক্ত সকল দলকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে।

মরিয়ম আওরঙ্গজেবের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন মন্ত্রিসভায় প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র, আইন ও বিচার, রেলওয়ে, তথ্য, জ্বালানি, পরিকল্পনা ও যোগাযোগসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় থাকবে পিএমএল-এন’র অধীনে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর