১৭ই মার্চ সকাল অনুমান ০৭.০৫ ঘটিকায় মৃত রুবি টপ্প(৫২) পিতা- মৃত সুকা টপ্প মাতা-মৃত কুমারী মিনজি সাং ভাদুরিয়া হিন্দুপাড়া থানা-নবাবগঞ্জ জেলা-দিনাজপুর তার নিজ বাড়ী হতে অনুমান ১০০ গজ দুরে পশ্চিম-দক্ষিণ দিকে বাশঝাড়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে সংলগ্ন ইরি ধানের জমিতে পানি ব্যবহারে জন্য গেলে ইদুর নিয়ন্ত্রনের জন্য জমির সীমানা দিয়ে স্থাপিত বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে বেলা অনুমান ১০.৩০ ঘটিকার দিকে আমিরুল ইসলাম(৩৬) পিতা-শমশের আলী সাং ভাদুরিয়া হিন্দুপাড়া থানা-নবাবগঞ্জ জেলা-দিনাজপুর ভিকটিমকে পড়ে থাকতে দেখে শোর চিৎকার করলে তার ভিকটিমের ভাগনে সানচু খানকো পিতা-মৃত ভোলা খানকো সাং ভাদুরিয়া হিন্দুপাড়া সহ কয়েকজনে ভিকটিমকে ধরাধরি করে বাড়ীতে এনে নিশ্চিত হন ভিকটিম মৃত্যুবরণ করেছে।
ভিকটিমের মরদেহ বিধি মোতাবেক সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য ফরেনসিক বিভাগ, এম আব্দুল রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর এর প্রেরণ করা হয়েছে। ভিকটিমের পরিবার পরিজন এর পক্ষ হতে কোন অভিযোগ পাওয়া যায় নাই।
#CBALO/আপন ইসলাম