আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন ও ইফতার মাহফিলের প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইসমাইল সরদার, পৌর আওয়ামী লীগের আহবায়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল ও আহসান উল্লাহ,
মাজপাড়া উইনয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খান, সাধারন সম্পাদক জিন্নাত আলী শেখ, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম, দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী নিখিল কুমার সাহা, ল¶িপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম হোসেন, আওয়ামী লীগ নেতা আবু রাসেল প্রমুখ। সভায় আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আগামী শনিবার (২৩ এপ্রিল) ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম