মেলা বাংলাদেশের লৌকিক ও জনপ্রিয় উৎসব। এ দেশে মেলার উৎপত্তি হয়েছে মূলত গ্রাম-সংস্কৃতি থেকে। গবেষকদের মতে, বাংলায় নানান ধর্মীয় কৃত্যানুষ্ঠান ও উৎসবের সূত্র ধরেই মেলার উৎপত্তি। প্রাচীন বাংলার মানুষ চাঁদ ও সূর্যকে ‘বুড়াবুড়ি’ নামে অভিহিত করেছে এবং এর ওপর ভিত্তি করে প্রবর্তিত হয়েছে ‘বুড়াবুড়ির মেলা’। উল্লেখ্য বুড়াবুড়ির মেলা পরবর্তীতে সূর্যমেলা, সূর্য ঠাকুরের ব্রত, চৈত্রসংক্রান্তি ব্রতের মেলা, চড়কমেলা ও শিবের গাজন মেলায় রূপ নিয়েছে।
পাবনার আটঘরিয়ার খিদিরপুর বারোয়ারী শিব মন্দির, চরক পূজা কমিটির আয়োজনে শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মাজপাড়া ইউনিয়ন পরিষদের বারবার নিবার্হী সাবেক চেয়ারম্যান মো: আব্দুল গফুর মিয়া। এসময় মেলাটি উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম।
খিদিরপুর বারোয়ারি শিব মন্দির, চরক পুজা কমিটির সভাপতি শ্রী অর্পন চন্দ্র বানিয়াত ও সাধারন সম্পাদক শ্রী কমল সরকার এর আমন্ত্রণে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জিন্নাত আলী শেখ,ইউপি সদস্য আব্দুল্লা আল মামুন, আব্দুল কুদ্দুস খান প্রমূখ। মেলায় প্রচুর দর্শকের সমাগম হয়েছিলে।
#CBALO/আপন ইসলাম