ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৬টি কলেজের মাঝে ৫টি কলেজে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ না থাকায় শিক্ষার স্বাভাবিক কার্য্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। শহীদ স্মৃতি আদর্শ কলেজ নামে সরকারী হলেও শিক্ষক কর্মচারীগন সরকারী কলেজের ন্যায় কোন সুযোগ সুবিধা পাচ্ছেন না। নান্দাইল উপজেলা সদর সুমুত্ত জাহান মহিলা কলেজ, খুররম খান চৌধুরী কলেজ, আনওয়ার হোসেন খান চৌধুরী মহিলা কলেজ, শহীদ স্মৃতি সরকারী কলেজ ও সিংরইল ইউনিয়নের এডভোকেট আব্দুল হাই কলেজ (ননএমপিও) এই ৫টি কলেজে অধ্যক্ষের পর বছরের পর বছর ধরে খালী পড়ে আছে। শুধুমাত্র মুসুলী কলেচ অধ্যক্ষ হিসাবে কর্মরত আছে। নান্দাইলের শিক্ষারমান উন্নয়নে অবিলম্বে সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজ সহ মোট ৫টি কলেজে পুনাঙ্গ অধ্যক্ষ নিয়োগের ব্যবস্থা গ্রহন করার জন্য শিক্ষানুরাগী ব্যক্তিগন জোরদাবী জানিয়েছেন।
#চলনবিলের আলো / আপন