নওগাঁর আত্রাইয়ে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার স্থানীয় ইমাম ও উলামা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উপজেলার ফিতরা নির্ধারণ উপলক্ষে গতকাল আত্রাই উপজেলা ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে মদীনাতুল উলুম মাদ্রাসা মসজিদে এক সভা অনুষ্ঠিত হয়। মাওলানা শাহে আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পালশা মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম, ভোঁপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রিজওয়ানুল ইসলাম, উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস ছালাম, আত্রাই থানা মসজিদের ইমাম ক্বারী জাকির হোসেন প্রমুখ। সভায় গম, আটাসহ বিভিন্ন পণ্যের বর্তমান বাজারদর যাচাই করে আত্রাইয়ের জন্য জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়াও যারা খেজুর বা কিসমিসের মূল্য দেবেন তাদের জন্য ১১৫০ ও ১২৭৫ টাকা জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়।
#চলনবিলের আলো / আপন