রোববার (১০ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে মধুপুর গোলাবাড়ি ব্রিজ সংলগ্ন কাইতকাইত এলাকায় এ ঘটনা ঘটেছে। মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মঈন উদ্দিন (ময়েন ড্রাইভার) গরু চরাচ্ছিলেন। প্রচন্ড ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় গোলাবাড়ি ব্রিজ সংলগ্ন কাইতকাইত এলাকার ফরেস্ট নার্সারির পার্শ্বেই তিনি ক্ষেত থেকে গরুগুলো আনতে যান। এসময় সাথে তার নাতিও ছিলেন। কিন্তু হঠ্যাৎই এক বজ্রপাতের কবলে পড়ে তার মৃত্যু ঘটেছে। এসময় তার নাতিও গুরুতর আহত হয়েছেন। তার নাতির জিহবা কেটে গেছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।
#চলনবিলের আলো / আপন