পাবনার ভাঙ্গুড়ায় মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত রানী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর ১০এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যার্চুয়াল ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করেছেন।
এসময় ভাঙ্গুড়া নবনির্মিত থানার একটি রুমে আয়োজিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, সাংগঠনিক সম্পাদক মোঃ ইবনুল হাসান শাকিল, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ ফয়সাল বিন আহসান, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি ও হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের প্রধান মাহবুব-উল-আলম বাবলু,ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লব,পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন খান, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক টুকন, সাংবাদিক, পুলিশ ও কাউন্সিলরবৃন্দ।
এবিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ ওসি মুঃ ফয়সাল বিন আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে পুলিশের মহাপরিচালক (আইজিপি) ড.বেনজির আহম্মেদ স্যারের পরামর্শ অনুযায়ী হতদরিদ্রদের জন্য সুষ্ঠু ভাবে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। পুলিশ আইনশৃক্সখলা রক্ষার পাশাপাশি সব সময়ই মানবিক কাজ করে থাকে। অতীতেও করেছে যা হয়তো এখন আরও বেশি দৃশ্যমান। তিনি আরও বলেন আমরা জনগনের আর খুব কাছে যেতে চাই। যাদের ঘর দেয়া হচ্ছে তাদের অনেকেই বিধবা নারী। তারা ভিক্ষাবৃত্তি ও গৃহ পরিচারিকা হিসেবে কাজ করে মানবেতর জীবন যাপন করছিলেন। তাদেরই পাশে দাঁড়িয়েছে পুলিশ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ভাঙ্গুড়া উপজেলা পার-ভাঙ্গুড়া ইউনিয়ন এর পাটুলী পাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী মোছাঃ খোদেজা খাতুনের হাতে গৃহের কাগপত্র তুলে দেন।
#চলনবিলের আলো / আপন