পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার রাত ৯টায় তার কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহ্বান করেছেন। খবর জিও নিউজ।
সূত্র জানিয়েছে, বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। এতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
এমন এক সময় এই খবর এলো যখন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির জন্য গুরুত্বপূর্ণ জাতীয় পরিষদের অধিবেশন চলছে।
এটি আগে জিও নিউজ জানিয়েছিল, সরকারের কৌশল হল ‘বিদেশী ষড়যন্ত্র’ নিয়ে আইনপ্রণেতারা দীর্ঘ বক্তৃতার মাধ্যমে কার্যধারাকে স্থগিত এবং ভোট বিলম্বিত করা।
পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের ভাগ্য নির্ধারণী অধিবেশন পুনরায় শুরু হয়েছে। স্থানীয় সময় রাত ৮টার পর ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হবে বলে সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের অধিবেশন শুরু হয়। কিছুক্ষণ পর স্পিকার আসাদ কাইসার অধিবেশন মূলতবির সিদ্ধান্ত নেন। বেলা ২টা ৩০ মিনিটে অধিবেশন পুনরায় শুরু হয়। অধিবেশনের শুরুতে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।
সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, স্পিকার প্রথমে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অধিবেশন মূলতবি রাখতে চেয়েছিলেন। কিন্তু বিরতির সময় আরও দীর্ঘায়িত হয়। আশা করা হচ্ছে ইফতারের পর রাত ৮টার দিকে ভোটাভুটি হবে।
সূত্র আরও জানিয়েছে, ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের আইনপ্রণেতারা ইচ্ছা করে সময় দীর্ঘায়িত করেছেন। অধিবেশন চলাকালে তারা দীর্ঘসময় বক্তৃতা দিয়েছেন।
#চলনবিলের আলো / আপন