মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

কাজী শুভ’র ইসলামী গান ‘মাটির দেহ মাটি খাবে’

মোস্তাফিজুর রহমান উজ্জল, বিনোদন প্রতিবেদক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ৯:১৬ অপরাহ্ণ

কণ্ঠশিল্পী কাজী শুভ করোনার সময়েও ব্যস্ত রয়েছেন গানের কাজ নিয়ে। তবে নিয়মিত ফোক ঘরনার গান করলেও মাঝে মাঝে ইসলামী গান করেন তিনি। রমজান মাস উপলক্ষে একটি ইসলামী গান করেছেন এই শিল্পী। গানটি আজ ৭ই এপ্রিল (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে। ‘মাটির দেহ মাটি খাবে’ শিরোনামের কাজী শুভ’র এই ইসলামী গানটি প্রকাশ পেয়েছে বিডি ২৯ মাল্টিমিডিয়া থেকে। গানটির কথা লিখেছেন জসিম উদ্দিন আকাশ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন করেছেন এ এইচ তূর্য। মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন সাইফুল ইসলাম সাইফ, মামুন ও রাফি। ভিডিও নির্মান করেছেন শুভ্র মেহরাজ।

গানটি নিয়ে গীতিকার জসীম উদ্দিন আকাশ বলেন, গানটির সুর বেশ আলাদা। এছাড়া কাজী শুভ’র কণ্ঠ একটি আলাদা সৌন্দর্য রয়েছে। তাছাড়া গানটিতে জিকিরের একটা ফিল আছে। আশাকরি সবার ভালো লাগবে।

ইসলামী গানের ব্যাপারে কাজী শুভ বলেন, ছোটবেলা থেকেই ইসলামী গান করি। রোজার মাসে চেষ্টা থাকে ইসলামী গান প্রকাশ করার। তারই ধারাবাহিকতায় এই গানটি করা। খুব দরদ দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করি, শ্রোতাদের ভাল লাগবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর