সরকারি নির্দেশ অমান্য করে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর সি.কে.বি. রোস্তমিয়া আলিম মাদ্রাসা প্রতিদিন তিন ঘণ্টা করে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবক মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে সুপারের দাবি, উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী বেলা বারোটা পর্যন্ত মাদ্রাসায় ক্লাস নিচ্ছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত খোলা থাকবে। কিন্তু নির্দেশনা অমান্য করে ভাঙ্গুড়ার সি.কে.বি. রোস্তমিয়া আলিম মাদ্রাসা সুপার প্রতিদিন বেলা ১২টা পর্যন্ত ক্লাস নিয়ে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে বাড়ি চলে যান।
শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, করোনায় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় লেখাপড়ার অনেক ক্ষতি হয়েছে। এরপর আবার শিক্ষা প্রতিষ্ঠান খোলাতে শিক্ষার্থীরা স্কুলে যেতে শুরু করেছে। কিন্তু এরমধ্যেও যদি সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত স্কুল চালিয়ে বন্ধ করা হয়। তাহলে শিক্ষার্থীরা কি শিখবে।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের সুপার মাওলানা মোঃ আবুল কালাম আজাদ বলেন, উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশনা অনুযায়ী দুপুর পর্যন্ত মাদ্রাসায় ক্লাস নেয়া হচ্ছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোঃ জয়নাল আবেদীন বলেন, বিষয়টি তিনি অবগত নন। তবে খোঁজ নিয়ে দেখছি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম সংবাদকর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে বলেন, আপনারা যা করতে পারেন করেন। আপনারা পেয়েছেন কি, সামান্য এই বিষয় নিয়ে এতো কল দিচ্ছেন কেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
#চলনবিলের আলো / আপন