সুরের রাজকুমারী আঁখি আলমগীর ও জনপ্রিয় গায়ক – সংগীত পরিচালক বাপ্পা মজুমদার একটি গানের জন্যে নতুন রসায়ন তৈরি করলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই দুই সংগীত তারকা মিলে একটি গান করেছেন, যেটির সুর, সংগীত ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার আর তাতে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। বাপ্পা মজুমদারের নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্যে গানটি করা হয়েছে বলে জানান আঁখি আলমগীর।
সুন্দরী – সুরেলা গায়িকা আঁখি আলমগীর এই প্রতিবেদককে জানান, সম্প্রতি গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। গানের শিরোনাম ‘ কেন এতো ভয়’। গানটির কথা লিখেছেন মারুফ হাসান। সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। এই গানটি বাপ্পা মজমুদারের ‘বিউটিফুল ভয়েসেস সিজন ওয়ান’ অ্যালবামের জন্য করা হয়েছে।
বাপ্পা মজমুদার জানান, এই গানটি দারুণ গেয়েছেন আঁখি আলমগীর। নিজের সহকর্মী গায়িকা আঁখির গায়কী নিয়ে তিনি বলেন, আঁখির কণ্ঠ একদমই অন্যরকম। আমি ভীষণ খুশি তার গায়কীতে। মূলত আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্যই এই গানটি করা। তাই ভীষণ যত্ন নিয়ে গানটি তৈরি করেছি। একইভাবে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছি সর্বোচ্চ চেষ্টা দিয়ে।
সুরকার – সংগীত পরিচালক বাপ্পা মজুমদারের এই গানটি নিয়ে আঁখি আলমগীর বলেন, এর আগেও বাপ্পা দা’র সুরে গান গেয়েছি। কেন এতো ভয় গানটি চমৎকার সুন্দর একটি গান। মিউজিক ভিডিওটি খুব চমৎকার হয়েছে। বাপ্পা দা’র গান মানেই অন্যরকম গান। এটি গেয়ে আমি খুবই স্বাচ্ছন্দ্যবোধ করেছি। আশা করছি শ্রোতা দর্শকরাও গানটি পছন্দ করবেন। আমি সত্যিই ভীষণ আশাবাদী গানটি নিয়ে। আরেকটি কথা না বললেই নয় – বাপ্পাদা’র গান মানেই আলাদা কিছু, মেলোডির ঝর্না। আমি শুধু সেই ঝর্ণায় ভেসে যেতে চেষ্টা করেছি।
জানা গেছে, ৭ এপ্রিল বাপ্পা মজুমদারের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘বাপ্পা মজুমদার’ এ গানটি প্রকাশ পাবে।
#চলনবিলের আলো / আপন