সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

অভিনয়কে অনেক বেশি ভালোবাসেন মুক্তি

মোস্তাফিজুর রহমান উজ্জল, বিনোদন প্রতিবেদক:
আপডেট সময়: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ৯:৫২ অপরাহ্ণ

বিটিভিতে প্রচারিত মমিনুর রশিদ মিল্লাত পরিচালিত ডকুড্রামা ‘একটি বাড়ী একটি খামার’ এ অভিনয়ের মাধ্যমে শোবিজ ক্যারিয়ার শুরু করেন মাহামুদা আক্তার মুক্তি। বর্তমানে ছোট পর্দায় অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। অভিনয়ের প্রতি রয়েছে তার অদম্য ভালবাসা। শুধু অভিনয়ের কারণেই দিন রাত শ্রম দিয়ে যাচ্ছেন। যদিও মুক্তি নাচ ও গানের উপর বাংলাদেশ শিল্পকলায় একাডেমি প্রতিযোগিতায় পেয়েছিলেন প্রথম স্থান। করছেন উপস্থাপনাও। দেশ টিভির রিয়েলিটি শো ‘গানে গানে সেরা’ ও এটিএন বাংলায় ‘বানিজ্য মেলা প্রতিদিন’ উপস্থাপনা করেছেন তিনি। আবার বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাকে। হিপ্রো বাংলাদেশ, সওদাগর ডিটার্জান পাওডার, ‘মিতালী শাড়ি’ বিজ্ঞাপনচিত্রে এবং ‘খোকা বাবু তোরই’ ও ‘জলপরী’ মিউজিক ভিডিওতে মডেলিং করেছেন মুক্তি। এছাড়াও রেডিও স্বদেশে আরজে ও বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন মডেল হিসাবে কাজ করেছেন।

মাহামুদা আক্তার মুক্তি জানান, বর্তমানে তিনি ব্যস্ত থাকতে চান নাটকের অভিনয়ে। এই বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে একক নাটকসহ ধারবাহিকে কাজ করেছি। এটিএন বাংলায় ‘লেখক’, বাংলাভিশনে ‘এ জার্নিবাই রিলেশন পার্ট টু’, একুশে টিভিতে ‘বাইসাইকেল’, নাগরিক টিভিতে ‘এক থাপ্পুরে সিঙ্গাপুর’ ইত্যাদি একক নাটক প্রচারিত হয়েছে। ধারবাহিকের মধ্যে বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’, যমুনা টিভিতে ক্রাইমফিকশন ‘ফাঁদ’, এশিয়ান টেলিভিশনে ধারাবাহিক নাটক ‘আস্তা পাগল’ প্রচারিত হয়েছে।

মুক্তি আরও বলেন, নাচ, গান, উপস্থাপনা, মডেলিংসহ বিভিন্ন কাজ কাজ করলেও আমি অভিনয়কে বেশি ভালোবাসি। এটা নিয়েই ব্যস্ত হতে চাইছি। কাজ করছি। আশা করছি – আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে সক্ষম হবো।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর