জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মাদারের চর মাস্টারপাড়া এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসিরা জানায়, সকালে ঐ এলাকার বাসিন্দা সুরুজ আলীর মেয়ে আয়াত (৩)এবং একই বাড়ির মোতালেবের মেয়ে সিনহা (৩) উঠানে খেলতে যায়। খেলতে গিয়ে দুই শিশু সবার অজান্তে বাড়ির পাশ্বের জমি থেকে মাটি কেটে গর্ত করায় সেই গর্তে বৃষ্টির জমে থাকা পানিতে পড়ে দুই শিশু মৃত্যু হয়। এই মর্মান্তিক দূর্ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
এ বিষয়ে ইউ,পির চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করে পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।