চলমান যুদ্ধ বন্ধ করতে সরাসরি আলোচনায় বসার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এজন্য তিনি ন্যাটোতে যোগ দেবেন না বলে অঙ্গীকার করতেও তৈরি আছেন।
জেলেনস্কি বলেন, ন্যাটো জোট রাশিয়াকে ভয় পায়। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।
মঙ্গলবার রাতে সাংবাদিকদের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, পুতিনের সাথে সরাসরি আলোচনা ছাড়া এই যুদ্ধের অবসান সম্ভব নয়।
জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে যেকোনো শান্তি চুক্তির ওপর গণভোট অনুষ্ঠিত হবে, যাতে জনগণ এ বিষয়ে মতামত দিতে পারে।
এদিকে, রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মঙ্গলবার ইতালির পার্লামেন্টে দেওয়া ভার্চুয়াল ভাষণে ইউরোপীয় ইউনিয়নের প্রতি এই আহ্বান জানান তিনি।
জেলেনস্কি আশা করেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে জয় পেতে যাচ্ছেন তারা। সূত্র : পার্সটুডে
#চলনবিলের আলো / আপন