ঝালকাঠিতে অটো-ম্যাজিক মুখোমুখি সংর্ঘষে অটোতে থাকা এক যাত্রী নিহতের ঘটনা ঘটে। ১৯ মার্চ শনিবার দুপুর আনুমানিক দুপুর বারোটার সময় বুরশাল-নবগ্রাম-আটঘর সড়কের ঝালকাঠি সদর উপজেলাধীন উদচড়া নামক স্থানে নবগ্রাম থেকে একটি অটো হিমানন্দকাঠি যাওয়ার সময় আটঘর থেকে আসা একটি ম্যাজিক অটোগাড়ীটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোর পিছনের ছিটে থাকা একযাত্রীর প্রচন্ড আঘাত পেলে স্থানীয়দের সহযোগীতা তাকে নিয়ে অন্য একটি গাড়ী যোগে হাসপাতালে উদ্দেশ্যে রওয়ানা হলে পথি মধ্যেই তার মৃত্যু হয় বলে জানাযায়।
নিহত ব্যক্তি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নস্থ দোগচিড়া গ্রামের শাহআলম খানের পুত্র স্বপন খান (৩২)। স্বপন পেশায় একজন অটো চালক ছিলেন। তার ৭ বছর ও দেড় বছর বয়সি দুটি কন্যা সন্তান রয়েছে। স্বপনের মৃত্যুতে দোগলচিড়া গ্রামে শোকের ছায়া বিরাজ করছে।
#চলনবিলের আলো / আপন