মাত্র ১৫ বছর বয়সে এমবিএ ডিগ্রী অর্জন করেছেন স্বস্তিকা গার্গী চক্রবর্তী। বাংলাদেশে তিনিই প্রথম কম বয়সে এই কৃতিত্ব লাভ করেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ইংলিশ মিডিয়াম সেকশনের গ্রেড-এইট এর ছাত্রী স্বস্তিকা গার্গী ভারতের ‘ক্লেভার হার্ভে বিজনেস স্কুল’ থেকে জুনিয়র এমবিএ ডিগ্রি এক্সসিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেন।
ইন্টারন্যাশনাল ব্রান্ড ‘পুমার’ স্পন্সরে স্বস্তিকা এই কোর্স সম্পন্ন করেন। তার মেজর ছিল ‘ডিজিটাল মার্কেটিং’।
এক প্রতিক্রিয়ায় গার্গী বলেন, বাংলাদেশে প্রথম এই ডিগ্রী অর্জন করেছি জেনে সত্যি খুবই ভালো লাগছে। ইচ্ছা, একাগ্রতা, কঠোর পরিশ্রম-এই তিন এর সমন্বয় ঘটাতে পারলে অসাধ্য বলে কিছু থাকেনা। বিশ্বসেরা ইউনিভার্সিটি আমেরিকার হার্ভাডে উচ্চশিক্ষা গ্রহণ তার লক্ষ্য বলে জানান।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রথম বাংলাদেশি ছাত্রী হিসেবে জাতিসংঘে জিসিমুন সম্মেলনে হাইতি রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে শিক্ষা ও কৃষির উন্নয়নে নেতৃত্ব দেন স্বস্তিকা গার্গী চক্রবর্তী।
#চলনবিলের আলো / আপন