নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন সরদার মাষ্টার(৮২) অদ্য ১১ ঘটিকায় বার্ধক্য জনিত কারনে নিজগৃহেমৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪ ঘটিকায় মিনি কক্সবাজার স্মৃতি স্তম্ভ পর্যটন কেন্দ্রে
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের উপস্থিতিতে নলডাঙ্গা থানা পুলিশ বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন সরদার (মাষ্টার)কে গার্ড অব অনার প্রদান করেন। সার্বিক সহযোগিতায় নলডাঙ্গা থানার তদন্ত (ওসি) আকবর হোসেন সহ নলডাঙ্গা থানা পুলিশ উপস্থিত ছিলেন। পরে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
গার্ড অব অনারে অংশগ্রহণ করেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর আলী, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু,উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডার তছলেম আলী,পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দিন,নাটোর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি আবু সালেহ মোহাম্মদ শামীম সহ অসংখ্য দলীয় নেতাকর্মী ও সাংবাদিকগণ।
মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৩জন ছেলে ও ১জন মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।