রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

ঝালকাঠি সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ৩ লক্ষ টাকা জরিমান

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠিঃ
আপডেট সময়: শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৬:২৩ অপরাহ্ণ

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ১১টায় অবৈধভাবে নদী থেকে ড্রেজার দিকে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হলেন নলছিটি পাওতা গ্রামের মৃত ইনছান উদ্দিন হাওলাদার এর পুত্র মোস্তফা( ৬০), ভোলার মুজাম্মেল মাতুব্বরের ছেলে নাহিদ (২০), নলছিটি প্রেমহার গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম( ২৫), নলছিটি কুমারখালী এলাকার কবির সরদারের ছেলে ইমরান হোসেন( ২০), নলছিটি উত্তমপুর এলাকার আবুল সরদারের ছেলে শাহিন সরদার( ২০) বরিশাল জাগুয়া এলাকার মৃত আক্কেল আলী মুন্সীর ছেলে রাজিব মুন্সি( ৩৮)।ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনডিসি বশির গাজী এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন এর যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক করা হয়।ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনডিসি বশির গাজী বলেন, আমাদের কাছে এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ সুগন্ধা নদী থেকে অবৈধভাবে রাতের আধারে বালু উত্তোলন করে নিয়ে যায় অবৈধ বালু ব্যবসায়ীরা । সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হঠাৎ আমরা অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে আটক করি। ভ্রাম্যমাণ আদালতে অপরাধীরা অপরাধ স্বীকার করায় প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয়।আটককৃত ৬ জন ভ্রাম্যমাণ আদালতে নগদ ৩ লক্ষ টাকা বুঝিয়ে দিয়ে মুক্তি পান। তিনি আরো বলেন ঝালকাঠিতে অবৈধভাবে কোথাও নদী থেকে বালু উত্তোলন করা যাবে না। আপনারা অবৈধ ব্যবসা বন্ধ করুন সরকারি নির্দেশনা মেনে চলুন।অবৈধ বালু ব্যবসায়ীদের কোন ছাড় দেয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর