নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের ভট্রপাড়া গ্রামের আব্দুল মান্নান প্রাং(৫৩) পিতা মৃত আব্দুল মজিদ প্রাং এর বাড়িতে চুরি সংঘটিত হয়েছে।
জানা যায়, গতকাল (০৩ মার্চ) বৃহস্পতিবার দিবাগত রাত্রীতে যেকোন সময় জনৈক আব্দুল মান্নান প্রাঃ(৫৩) পিতা মৃত আব্দুল মজিদ প্রাঃ এর বাড়ির গোয়াল ঘর থেকে দুই টি ছাগল চোরে চুরি করে নিয়ে যায়।
সকালে গোয়াল ঘরে গিয়ে ছাগল দেখতে না পেয়ে অনেক খোঁজখুজি করেন। অনেক খোঁজার পর না পেয়ে ছাগল মালিক আব্দুল মান্নান প্রাং বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ভিত্তিতে নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় চুরি হওয়া ছাগল ২টি উদ্ধার করেন, ছাগল সহ চুরির সঙ্গে জড়িত ২জন চোরকে আটক করেন। আটককৃত আসামিরা হলেন, ১. সুজন সরদার(২৩) পিতা আব্দুল কাফি সাং পূর্ব মাধনগর(হাড়ীপাড়া), ২. জিহাদুল ইসলাম জিহাদ(৪৭) পিতা মৃত তসলিম উদ্দীন সাং পূর্ব মাধনগর(নওপাড়া) উভয় থানা নলডাঙ্গা,জেলা নাটোরদ্বয়কে গ্রেফতার করে নলডাঙ্গা থানা পুলিশ। চুরি মামলায় তাদেরকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।