আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী মিশনের সামনে ব্যাটারিচালিত ভ্যানের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক আনোয়ার মাঝি (৪৫) নিহত হয়েছেন। সে কটকস্থল গ্রামের বাসিন্দা মৃত এসকান্দার মাঝির পুত্র।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় গৌরনদী থেকে নিজ বাড়িতে ফেরার সময় প্রাইভেটকারের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত আনোয়ারকে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়েছে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘাতক প্রাইভেটকারটিকে আটক করেছে।