মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় অস্ত্রসহ পাহাড়ি যুবক আটক

মোঃ নাজমুল হুদা, লামাঃ
আপডেট সময়: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৫৮ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলায় ফাইতংএ অস্ত্রসহ অংচিং থোয়াই মার্মা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ফাইতং ইউনিয়নে শিবাতলী পাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক অংচিং থোয়াই মার্মা লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের অংহ্লারী পাড়ার মং থুইহ্লা মার্মার ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অংচিং থোয়াই মার্মা অবৈধ অস্ত্র নিয়ে স্থানীয়দের হুমকি ও নানারকম ভয়-ভীতি দেখিয়ে আসছে। পরে স্থানীয় লোকজন ও ফাইতং পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা অস্ত্রসহ তাকে আটক করে।
ফাইতং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক অপু দে জানান, অস্ত্রসহ যুকবকে দেখতে পেয়ে ফাইতং এলাকাবাসী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। এসময় একটি পুলিশ টিম অভিযান চালিয়ে অস্ত্রসহ অংচিং থোয়াই মার্মাকে আটক করে লামা থানায় সোপর্দ করা হয়েছে।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। আইনী প্রক্রিয়া শেষে তাকে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর