কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের চরপাড়া এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত আহত হয় দুই জন।
২৭ জুন (শনিবার) রাত ২ টায় এই দূর্ঘটনায় ঘটে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকা থেকে উত্তর গ্রামীণ ভারি লোহার পাত ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রোধ ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। এসময় ট্রাকে থাকা তিন যাত্রী লোহার ভারী রোলিং সিটের নীচে চাপা পড়ে নিহত হয়। পরে ২৮ জুন (রবিবার) সকালে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, রাত ২টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মাল ভর্তি একটি ট্রাক মহাসড়কের রোধ ডিভাইডারের সাথে ধাক্কা দেয়। স্থলেই ট্রাকে থাকা তিন যাত্রী নিহত হয়। আরো ২ জন আহত হয়। নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।