শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

পাবনার আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন আজ

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৫১ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়ায় দীর্ঘ ২০ বছর পরে সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের আটঘরিয়া উপজেলা নতুন কমিটি গঠন করা হচ্ছে। রোববার (২৭ ফেব্রæয়ারি) দুপুর ২টায় উপজেলার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়েছে।

জানা যায়, সম্মেলনে সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে তাঁদের প্রার্থীতা প্রকাশ করে ব্যানার ও পোস্টারে ছেয়ে দিয়েছেন উপজেলার সদর আটঘরিয়া, দেবোত্তর বাজারসহ বিভিন্ন বাজার এবং গুরুত্বপূর্ণ স্থান। সম্মেলনে আগত কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে দ্বিতীয় অধিবেশন শুরু করা হবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস। সম্মেলনের উদ্বোধন করবেন, পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল।

উল্লেখ্য, এর আগে ২০০৩ সালে আটঘরিয়া উপজেলা বাংলাদেশ ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোবারক হোসেন পান্না ও মোঃ শরিফুল ইসলাম শরীফ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর