নওগাঁর আত্রাইয়ে বসবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় বাড়ির সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলা চৌরবাড়ি গ্রামে।
জানা যায়, ওই গ্রামের মহাতাব আলী শেখ এর বাড়িতে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে আকষ্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুনে তার ঘরের চালা ও ঘরে রক্ষিত চাল, আলু, ফ্রিজসহ সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আত্রাই ফায়ার সার্ভিসের ইনচার্জ মইনুল ইসলাম বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ বা জিডি করেননি।
#চলনবিলের আলো / আপন