ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক লোক লোকান্তর পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হাসানের মৃত্যুতে বৃহস্পতিবার ( ২৪ ফেব্রুয়ারী ) নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দৈনিক লোকান্তর নান্দাইল প্রতিনিধি ডা. মোঃ মন্জুরুল হকের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশে সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক বাবুল, নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সভাপতি ও প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আনজু, নান্দাইল উপজেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি ডাঃ ফখর উদ্দিন ভূঁইয়া, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু। সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মোঃ মন্জুরুল হক মঞ্জু’র সঞ্চালনায় দৈনিক লোক লোকান্তর পত্রিকার সম্পাদকের কর্মবহুল জীবনের বিভিন্ন দিক তুলে আলোচনা করেন মাওলানা মোঃ ইসলাম উদ্দিন, রফিকুল ইসলাম রফিক, আবু হানিফ সরকার, রমজান আলী, মাওলানা হাবিবুর রহমান, ফরিদ মিয়া, আজিজুল হক, সাফায়েত আহম্মেদ, আবু হানিফা প্রমুখ সাংবাদিক বৃন্দ। স্মরণসভা শেষে বিশেষ দোওয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ ইসলাম উদ্দিন।