চরমোনাই মাহফিলগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পরে কমপক্ষে ৪১ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সকলের বাড়ি যশোর জেলার বিভিন্ন এলাকায়। বুধবার দিবাগত ভোর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন জানান, এমএম পরিবহন নামের একটি বাস যশোর থেকে বরিশালের চরমোনাই পীরের মাহফিলে যাচ্ছিলো। পথিমধ্যে আশোকাঠী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে ৪১ জন বাস যাত্রী আহত হয়।