প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে এক বখাটে কর্তৃক অব্যাহত যৌণ নিপিড়নে অতিষ্ঠ হয়ে অবশেষে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে সুমি আক্তার (১৬) নামের এক মাদরাসা ছাত্রী।
বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ওই ছাত্রী মৃত্যুবরণ করেন। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাপুর গ্রামের। নিহত সুমি ওই গ্রামের শওকত আলী বেপারীর কন্যা ও জাহাপুর দাখিল মাদরাসার সপ্তম শ্রেনীর ছাত্রী ছিলো। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের মা শিউলী বেগম অভিযোগ করে বলেন, তার মেয়ে সুমি আক্তাকে পাশ্ববর্তী ঠাকুর মল্লিক গ্রামের মৃত মোবারেক ফকিরের পুত্র বখাটে রাকিব ফকির (৩০) দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। তার মেয়ে ওই প্রস্তাব প্রত্যাখান করায় বখাটে রাকিব বিভিন্নধরনের যৌণ হয়রানী করে আসছিলো।
শিউলী বেগম বলেন, তার মেয়ে (সুমি) পুরো ঘটনাটি তাকে জানানোর পর রাকিবের পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানিয়ে বিচার দাবী করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে রাকিব যৌণ হয়রানীর মাত্রা আরও বাড়িয়ে দেয়।
শিউলী বেগম আরও জানান, গত ২১ জানুয়ারি তিনি বখাটে রাকিবের বাড়িতে গিয়ে তাকে (রাকিব) শেষবারের মতো শ্বাসিয়ে আসেন। নতুবা তিনি আইনের আশ্রয় নেয়ার হুমকি দেন। এতে পূণরায় ক্ষিপ্ত হয়ে বখাটে রাকিব মোবাইল ফোনে সুমিকে গণধর্ষণের হুমকি দেয়। এরপর অভিমান করে ওইদিন বিকেলে পরিবারের সবার অজান্তে মাদরাসা ছাত্রী সুমি নিজ ঘরে বসে শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্ঠা করেন। এসময় বাড়ির লোকজন টের পেয়ে মুমূর্ষ অবস্থায় সুমিকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
নিহত সুমির মা শিউলী বেগম বলেন, সেখানে তার মেয়ের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেও তার (সুমি) অবস্থার অবনতি হওয়ায় ও আর্থিক সংকটে চিকিৎসা করাতে না পেরে মেয়েকে বাড়ি নিয়ে আসেন। বৃহস্পতিবার সকাল আটটার দিকে নিজ বাড়িতে বসে সুমি মৃত্যুবরন করেন।
বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।