পাবনার আটঘরিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক সংর্ঘষে কমপক্ষে ২০জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় উভয় পক্ষের ৯জনকে আটঘরিয়া ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহতরা হলেন-জিয়া(৩২), ইছামুদ্দিন(৪৫), সুরুজ আলী(৩০), সুমল মোল্লা(৩০), জুয়েল হোসেন(২৮), হেলাল উদ্দিন(৩৩), শহিদ হোসেন(৬০), ওবায়দুল্লাহ(৬০), ওমর আলী(২৮)। বাকি আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার(২২ফেব্রæয়ারি) ভোরে জুমাইখিরি গ্রামে।
হাঁসপাতাল ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার দেবোত্তর ইউনিয়নের জুমাইখিরি গ্রামের ওইদিন ভোরে গৌবিন্দপুর গ্রামে জিয়াউর রহমান জিয়ার কাছে পাওনা টাকা চাইতে যাই জুইমাইখিরি গ্রামের নাজমুল হোসেন। এসময় নামুল ও জিয়ার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে সংর্ঘষ হয়।
এই সংর্ঘষে গুরুতর অহত জিয়া(৩২), ইছামুদ্দিন(৪৫), সুরুজ আলী(৩০), সুমল মোল্লা(৩০)কে পাবনা এবং জুয়েল হোসেন(২৮),হেলাল উদ্দিন(৩৩),শহিদ হোসেন(৬০),ওবায়দুল্লাহ(৬০), ওমর আলী(২৮ কে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় উভয় পক্ষের মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে।