বিশ্বে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১৬ লাখ ২১ হাজার ৪৮২ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ কোটি ৭৯ লাখ ৫৩ হাজার ২২৮ জনে এবং মৃত্যুর সংখ্যা ৫৯ লাখ ২৩ হাজার ৯৮৩ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫ লাখ ৩৮ হাজার ৩৯০ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৪০৮ জনে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে বুধবার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে।
তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছেন ৮ কোটি ২ লাখ ৬৩ হাজার ৬৯৩ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬৩ হাজার ৩০৩ জনে।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ৪৩১ জন। এছাড়া মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ১২ হাজার ৬৫২ জনের।
এছাড়া লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮৩ লাখ ৫১ হাজার ৮৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৫ হাজার ৫৩৪ জনের।
#চলনবিলের আলো / আপন