মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক বলেছেন- গ্রামের দুর্নীতি রক্ষা ও জনগনকে সচেতন করার জন্য প্রশাসন ও স্থানীয় সরকারের সবচেয়ে বেশি ভ’মিকা রাখেন গ্রাম পুলিশ। রবিবার সকালে সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় ১০২ জন গ্রাম পুলিশের মাঝে পরিবেশ বান্ধব সাইকেল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন আপনাদের র্দীঘ দিনের যে দাবি ছিল আমি প্রথম সংসদ সদস্য হয়ে মহান জাতীয় সংসদে নোটিশ করে মাননীয় অর্থ মন্ত্রীর দৃুষ্টি আকর্ষণ করেছিলাম। তখন আমি ছিলাম জাতীয় সংসদের সর্ব কনিষ্ঠ সদস্য। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ২ নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম,১নং সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সহ অন্যরা।