যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মাথা থেতলে বিচ্ছিন্ন হয়ে নাছির উদ্দিন (২৯) নামক এক মটরসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ধনবাড়ী উপজেলার হাজরাবাড়ী পল্লী বিদ্যুৎ সাবষ্টেশনের সামনের মহাসড়কে এ দুর্ঘটন্ ঘটে। নিহত নাছির গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের সাত্তারকান্দি দক্ষিণ পাড়ার ছানোয়ার হোসেনের ছেলে। হাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিলকিছ জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাছির উদ্দিন মহাসড়কে চলন্ত প্রাইভেট কারের পিছনে দ্রুত গতিতে মটরসাইকেল চালিয়ে নিজ গ্রাম থেকে ধনবাড়ী যাচ্ছিল। হাজরাবাড়ী সাবষ্টেশনের সামনে আসতেই গাড়ীর চালক হঠাৎ ব্রেক কষে। নাছির কিছু বুঝে উঠার আগেই দ্রতগতির মরটসাকেল গাড়ীর পিছনে এসে সজোরে ধাক্কা খায়। এতে মটরসাইকেল চালক পাকা রাস্তায় ছিটকে পড়ে যায়। ঠিক তখনি পিছন থেকে আসা দ্রতগামী বাসের চাকায় পিষ্ঠ হয়ে তার মাথা থেতলে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, নিহতের পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে শুক্রবার সকাল দশটায় জানাজা শেষে নিহতের নিজ গ্রাম সাত্তারকান্দি কেন্দ্রীয় কবরস্থানে লাশ দাফন করা হয়।