একুশ তুমি কতো দামী
জানে বাঙ্গালি জাতি,
বুলেট নিয়ে রক্ত দিয়ে
লেখা তোমার স্মৃতি।
মায়ের ঠোঁটে ঠোঁট মিলিয়ে
শিখলাম যে ভাষা,
ভিন শকুনে ছোঁ মেরেছে
ভাষার করুন দশা।
জীবন যায় যাক চলে
নাইকো তাতে ডর,
ভিন্ন ভাষায় বলবোনা কথা
মাতৃভাষা ই স্বর।
ফেব্রুয়ারীর একুশ তারিখ
ইতিহাসে লেখা,
ভাষার জন্য জীবন দেওয়া
বিশ্ববাসীর দেখা।
#চলনবিলের আলো / আপন