এই কথা ভেবেই মনে দুঃখ হয়
অন্য দিন গুলো কি ভালোবাসা নয়?
আজকাল মানুষ জানেনা ভালোবাসতে,
ভালোবাসে তারা অর্থ,রূপ-যৌবনকে।
ভালোবাসা যায়না দেখা
খালি চোখে,
ভালোবাসা মিশে থাকে
অনুভূতিতে।
শয়নে স্বপনে নিশি জাগরণে
থাকে প্রিয় হৃদয় জুড়ে,
সকল স্বপ্ন থাকে শুধু
তাকেই ঘিরে।
ভালোবাসা বিনিময়
অন্য কিছু তো নয়,
ভালোবাসার তুলনা তো
ভালোবাসাই হয়।
ভালোবাসা কভূ
যায় না পাওয়া কিনে,
ভালোবেসে ভালোবাসা
বাধা থাকে ঋণে।
ভালোবাসা সেটা নয়
যা ছিল প্রয়োজনে,
সত্যিকারের ভালোবাসা
আর ক’জনে চেনে।
#চলনবিলের আলো / আপন