পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ কামরুল হাসানের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খোকন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, ইউপি সচিব গত ২০২০-২১ ও ২১-২২ অর্থ বছরের ট্রেড লাইসেন্স ও ট্যাক্সের টাকার কোন হিসাব দাখিল করেননি। সে এতে প্রায় ৩ লাখ টাকা আত্মসাত করেছেন। সাবেক চেয়ারম্যান দায়িত্বে থাকাকালে হিসাব চাইতে গেলে নানা তালবাহানা ও সময়ক্ষেপন করেন ওই সচিব। এছাড়াও কর্মসৃজন প্রকল্পের নামে ইউপি সচিব অর্থ আত্মসাত করেছেন। ও বিভিন্ন সময় ইউপি সচিব ট্রেড লাইসেন্স সহ ওয়ারিশিন সনদ প্রদানকালে সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান খোকনের স্বাক্ষর জাল করে সচিব বিভিন্ন ব্যক্তিদের প্রদান করেছেন।
এ ব্যাপারে ইউপি সচিব মোঃ কামরুল হাসান বললে, এ ধরণের কোন কাজ তিনি কখনোই করেননা।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম জানান,অভিযোগের বিষয়ে তিনি জেনে পরবর্তী পদক্ষেপ নেবেন।
#চলনবিলের আলো / আপন