ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে রনি শরীফ (২২) নামের এক মাহিন্দ্রা চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাতে বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ বাসস্টান্ডের মল্লিক মার্কেটের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত রনি বাকেরগঞ্জ উপজেলার রহমগঞ্জ বাজার এলাকার আয়নাল শরীফের ছেলে।
শনিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন