মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান)প্রতিনিধি:
বান্দরবানের লামা বিদ্যৎুসংস্পর্শে এক শিশুর মুত্যু হয়ে প্রভুধন কর্মকার (১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রভুধন কর্মকার ইয়াংছা বাজার এলাকার গুলির মাঠ পাড়ার বাসিন্দা তপন কর্মকারের ছেলে। সে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত ছিল। সূত্র জানায়, শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে প্রভুধন কর্মকার ইয়াংছা বাজারের জনৈক হাবিবুল্লার মার্কেটের পেছনে ছাগল চড়াতে যায়।
এ সময় সে অসাবধাণতা বশত পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রভুধন কর্মকারকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি খুবই দু:খ জনক। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।