ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিশোরগঞ্জ-ময়মনসিংহ হাইওয়ে সড়কের ঝালুয়া নতুন মসজিদ এলাকায় বুধবার (২রা ফেব্রুয়ারি) রাতে একটি অকেজো ট্রাক মেরামত করতে গিয়ে ট্রাকের মেসতরী মোহাম্মদ আলী মুন্না (১৭) ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। নিহত মুন্না তাড়াইল উপজেলার সহিলাটি গ্রামের খায়রুল ইসলামের পুত্র। থানা সূত্রে জানাগেছে, উক্ত মুন্না নান্দাইল চৌরাস্তায় সুমন মিয়ার ওয়ার্কসর্পে মেসতরী হিসাবে কর্মরত ছিল। ঘটনার রাতে একটি অকেজো ট্রাক মেরামতকালে ট্রাকের নীচে দেয়া জগ ভেঙ্গে যাওয়ায় ট্রাকটি নীচে পড়ে উক্ত যুবক প্রাণ হারায়। উক্ত ঘটনায় নিহত মুন্নান পিতা খায়রুল ইসলাম নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।