গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মশিউর রহমান বরিশালের নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের আবু হাশেম হাওলাদারের ছেলে। তিনি অনির্বাণ ফার্মাসিটিক্যাল ইউনানী কোম্পানির টাঙ্গাইলের মধুপুর-গোপালপুর এরিয়ায় বিক্রয় প্রতিনিধি ছিলেন এবং মধুপুর পৌর শহরের কলেজ পাড়ায় একটি বাসায় ভাড়া থাকতেন।
জানা যায়, বেইলি ব্রীজের ফাটলে তার মোটরসাইকেলের চাকা আটকে ছিটকে ব্রীজের নিচে পড়ে আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসকরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এরপর হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যায়। পরে রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এদিকে, মশিউর রহমানের ভাই কালাম হওলাদার জানান, বিকেলে দুর্ঘটনার পর সন্ধ্যায় মারা যায়। আজ সকালে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
#চলনবিলের আলো / আপন