বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় চার জন আহত হয়েছে। আহত চার জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আগৈলঝাড়া-বাকাল সড়কে ইজিবাইক ও ভ্যানের মুখোমুখি দুর্ঘটনায় বাকাল গ্রামের আবু তালুদারের স্ত্রী লুনা বেগম ও তার ছেলে আব্দুল্লাহ তালুকদার (৩), বাহেরঘাট গ্রামের লিটন মোল্লার ছেলে লিমন মোল্লা (২২), লিমন মোল্লার স্ত্রী জান্নাত বেগম (১৮) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর।
#চলনবিলের আলো / আপন