ভাঙ্গুড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিকাশ কুমার চন্দ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা সংবাদদাতা এবং পাবনা থেকে প্রকাশিত দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আজ (২৭ জানুয়ারী) বৃহস্পতিবার দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৭ জানুয়ারী তিনি করোনার বুস্টার ডোজ গ্রহণ করেন। এর পর থেকে তিনি ঠান্ডা-কাশি ও জ্বরে আক্রান্ত হন। পরে গত ২৪ জানুয়ারী তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করতে দিলে তাঁর করোনা পজেটিভ আসে।
বর্তমানে তাঁর শরীরে সামান্য সর্দি-কাশি ছাড়া অন্য কোন উপসর্গ নাই। তিনি ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের তত্ত্বাবধানে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। সুস্থতার জন্য তিনি সবার নিকট আর্শীবাদ কামনা করেন।
#চলনবিলের আলো / আপন