বরিশালের বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় শিশু শ্রেণির শিক্ষার্থী এমদাদুল হক (৬)। সে উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী (উত্তর) গ্রামের ইটভাটার শ্রমিক মনির হোসেনের ছেলে।
রবিবার (২৩ জানুয়ারি) বিকালে শিয়ালকাঠি-দাণ্ডয়াট-বিশারকান্দি সড়কের বাইশারী (উত্তর) বেইলী ব্রিজের পাশের মসজিদে এমদাদ তার দাদার সাথে আসরের নামাজ পড়তে যায়। এ সময় রাস্তা পার হওয়ার সময় বেইলী ব্রিজের ঢালে দাণ্ডয়াট থেকে শিয়ালকাঠি (ফেরিঘাট) গামী রতনের ব্যাটারী চালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে শিশু এমদাদ গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ওই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের পক্ষ থেকে ওই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিজ বাড়িতে নিয়ে যায়। এ ব্যাপারে বানারীপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদ জানান, নিহত শিশুর পরিবার মামলা করতে রাজি না হওয়ায় পোস্ট মর্টেম ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
#চলনবিলের আলো / আপন