মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বরিশালের আগৈলঝাড়ার মোটর মেকানিক হোসেন সিকদার রবিবার রাতে নিহত হয়েছে।
জানা গেছে, রবিবার রাতে আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়কের পশ্চিমপাড় এলাকার মোড় ঘুরতে গিয়ে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সাথে হোসেন শিকদারের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এত ঘটনাস্থলেই হোসেন (২৫) মারা যায়। নিহত হোসেন আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকপাড়া গ্রামের আনোয়ার শিকদারের ছেলে। পেশায় মোটরমেকানিক হোসেন পার্টস কিনে যশোর থেকে বাড়ি ফিরছিল।
#চলনবিলের আলো / আপন